শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বিমানবন্দরে হামলার আসামি সিহাব ৫ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি দিয়ে আনসার সদস্য নিহতের ঘটনায় আসামি সিহাবকে ৫ দিন রিমান্ডে নেয়ার অনুমাতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক মাহবুবুল আলম আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর সন্ধ্যায় বিমানবন্দরের বহির্গমনের ২নং গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন সিহাব নামে একব্যক্তি। এ সময় কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি। এতে সোহাগ আলী নামে এক আনসার সদস্য নিহত হন। আহত হয়ে সিএমএইচে ভর্তি আছেন আনসারের আরেক সদস্য সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) জিয়াউর রহমান। এছাড়া এপিবিএনের দুই সদস্য কনস্টেবল আশিক ও কনস্টেবল ইশতিয়াককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এর আগে ঘটনার পরদিন বিমানবন্দর থানায় সিহাবকে আসামি করে আনসারের কোম্পানি কমান্ডার আশরাফুল আলম বাদী হয়ে একটি মামলা করেন। সিহাব ঘটনার দিন থেকে ঢামেকে চিকিৎসাধীন ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন