শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ইটিআই ভবন উদ্বোধন আজ

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আজ সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবন উদ্বোধন হচ্ছে। এ বছর নির্বাচন কমিশন ভবনের কাজ শেষ হচ্ছে না। গতকাল রোববার নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনংযোগ) আশাদুল হক এ তথ্য জানান।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকতা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং মান উন্নয়নে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার জন্য ২০১৫-২০১৬ অর্থ-বছরে ৫ হাজার ৪ শত ৮ কোটি টাকা ব্যয়ে রাজধানীর আগারগাঁও এলাকায় ইলেকশন রিসোর্স সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ইলেকশন রিসোর্স সেন্টার (নির্বাচন কমিশন ভবন) এবং ইলেকটোরাল ট্রেনিং ইনস্টিটিউট প্রকল্পের কাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় ১২তলাবিশিষ্ট নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের কাজ গত আক্টোবর মাসে শেষ হয়।
এ ভবনের ইলেকট্রো মেকানিক্যাল (ইএম) বিভাগ রয়েছে বলে জানা গেছে। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন ভবনের কাজ শেষ হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন