সিলেট অফিস : সিলেট মহানগরীর কাজীটুলা এলাকা থেকে ইউনিলিভার কোম্পানির ৭০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (রোববার) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
ইউনিলিভার কোম্পানির সিলেটের ডিস্ট্রিবিউটর ইমতিয়াজ রহমান জানান, নগরীর আম্বরখানা বড়বাজারস্থ ডিপো অফিস থেকে প্রাইভেটকার যোগে (সিলেট-খ-১১-০১৬৯) দুইজন হিসাব রক্ষক ৭০ লাখ টাকা নিয়ে জিন্দাবাজারস্থ এক্সিম ব্যাংকের শাখায় জমা দিতে যাচ্ছিলেন। কাজীটুলা এলাকায় পৌঁছার পর চারটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশাযোগে একদল ছিনতাইকারী প্রাইভেটকারের গতিরোধ করে। ছিনতাইকারীরা গাড়ি ভাঙচুর করে অস্ত্রের মুখে ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন