নীলফামারীর ডোমারে পুকুরে ডুবে আমির উদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
আমির উদ্দিন ওই এলাকার রাজা আহম্মেদের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট।
পরিবার ও স্থানীয়রা জানায়, ‘দুপুরের দিকে আমির উদ্দিন ও তার চাচাত ভাই আল-আমিন বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে আমির উদ্দিন পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধারে তার চাচাত ভাই আল-আমিন এগিয়ে গেলে সেও পুকুরে ডুবে যেতে ধরলে স্থানীয়রা দেখতে পেয়ে পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে। এতে আমির উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন