আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় মিছিলটি হয়।
বিএনপি নেতাকর্মীরা বলেন, ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ার বিশমাইল এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এদিকে মিছিল থেকে বিএনপির দুই নেতাকর্মীকে আটকের অভিযোগ করা হয়েছে। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর আমার জানা নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন