চার্জার কেবল দিয়ে আর চার্জ দিতে হবে না আইফোন! নতুন এক প্রতিবেদন মতে, আইফোন ৮ -এ থাকবে নতুন ধরনের তারবিহীন চার্জিং প্রযুক্তি, এতে ফোন চার্জিংয়ের জন্য কোনো চার্জিং প্যাডের প্রয়োজন পড়বে না।
বিজিআর ডটকমের প্রতিবেদক জ্যাক এপস্টেইনের প্রতিবেদনে দাবি, অ্যাপল আইফোন ৮- এমন এক তারহীন চার্জিং প্রযুক্তি নিয়ে আসবে, যা একটি নির্দিষ্ট দূরত্ব থেকেও কাজ করবে।
কিছু দিন আগে ম্যাশেবল এর এক খবরে বলা হয়, ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে অ্যাপলের বিভিন্ন যন্ত্রাংশ নির্মারা প্রতিষ্ঠান ফক্সকন। ২০১৭ সালে আইফোন মুক্তির ১০ বছর পালন করবে অ্যাপল। ওই সময়-ই আইফোন ৮ উন্মোচন করবে মার্কিন প্রতিষ্ঠানটি।
স লিপন দাস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন