বরিশালেরে মেহেদিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘর চাপায় শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বেপারী সাংবাদিকদের জানান, সন্ধ্যার পরে কালবৈশাখী ঝড় শুরু হলে আলিমাবাদ ও শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গাগুড়িয়া এলাকায় ৮-১০টি ঘর ভেঙ্গে পরে যায়। এসময় ঘরচাপায় রুস্তুম আলী হাওলাদার ও তার ছেলে বারেক হাওলাদারের স্ত্রী জয়নব বিবি ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থল শ্রীপুর ইউনিয়নের মধ্যে। তবে তারা শ্রীপুরের বাসিন্দা ছিলেন। নদীর ভাঙনের কারনে সম্প্রতি গাগুড়িয়াতে গিয়ে বসতি স্থাপন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন