জেবেল রহমান গানি বলেছেন, আমরা শুধু সংকটের কথাই বলি। সমাধানের কথা বলি না। আমাদের সংকট সমাধানের পথ খুজে বের করে জনগনের সামনে তা প্রকাশ করতে হবে। প্রতিশ্রুতি দিতে হবে। অন্যথায় সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চলমান সমস্যা সমাধানের পথ বের করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, সমাধানে মনে আস্থা সৃষ্টি করতে হবে।
পরিষদ আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব ডাকসু'র সাবেক ভিপি নূরুল হক নূরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জেএসডি সভাপতি আসম রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারন সম্পাদক কমরেড সাইফুল হক, লে. জেনারেল (অব.) হাসান সোহরাওয়ার্দী, এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সোনার বাংলা পার্টির সাধারন সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ, বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মাজহার, জানিপপ সভাপতি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন