বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত কুকুরের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার রেকর্ড গড়েছে এই কুকুরটি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ফ্লোরিডার চিহুয়াহুয়া প্রজাতির কুকুর টোবিকেইথের বয়স ২১ বছর ৬৬ দিন বয়সী। এটি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত কুকুর হিসেবে মনোনীত হয়েছে।
কুকুরটির মালিক জিসেলা শোর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিনক্রেসের বাসিন্দা। তিনি এই কুকুরটিকে দত্তক নিয়েছিলেন। তার পর থেকে এই কুকুরটি তার সঙ্গে রয়েছে। জিসেলা জানান, একটি বয়স্ক দম্পতি এই কুকুরটিকে রাখতে না চেয়ে একটি এজেন্সির কাছে দিয়ে যান। তার পর তিনি এই কুকুরটিকে দত্তক নেন।
জানা গিয়েছে, চিহুয়াহুয়া প্রজাতির কুকুর সাধারণত ১২-১৮ বছর পর্যন্ত বাঁচে। তবে জিসেলার এই কুকুর এখন গিনেস বুকে নাম তুলে ফেলেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন