বরিশালে প্রায় ২০ গলদা চিংড়ির রেণুপোনা সহ ২৭ জনকে আটক করেছে উপক’ল রক্ষী বাহিনী-কোস্টগার্ড। গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর আমতলামোড় এলাকায় একটি ট্রাকে ৬৫টি ড্রামে এ বিপুল পরিমান রেনুপোনা জব্দ করা হয়।
মহনাগর পুলিশের কোতোয়ালী থানার ওসি আজিমুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড নগরীর আমতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে রেনু পোনা বহনকারী ট্রাকটি জব্দ করে। ট্রাকে ৬৫টি ড্রামে ১৯ লাখ ৫০ হাজার রেনু পোনাসহ ২৭ জনকে আটক করে। আটক রেনু পোনা মৎস্য বিভাগের তত্বাবধানে বরিশালের কির্তনখোল নদীতে অবমূক্ত করা হয়েছে।
আটককৃতদের কোতোয়ালী থানায় সোপর্দ করার পরে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠান হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন