শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশালে প্রায় ২০ লাখ চিংড়ির রেণু পোনাসহ ২৭ জনকে আটক

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

বরিশালে প্রায় ২০ গলদা চিংড়ির রেণু পোনাসহ ২৭ জনকে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী-কোস্টগার্ড। গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে গত শুক্রবার রাতে নগরীর আমতলামোড় এলাকায় একটি ট্রাকে ৬৫টি ড্রামে এ বিপুল পরিমান রেনুপোনা জব্দ করা হয়। মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি আজিমুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড নগরীর আমতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে রেনু পোনা বহনকারী ট্রাকটি জব্দ করে। ট্রাকে ৬৫টি ড্রামে ১৯ লাখ ৫০ হাজার রেনু পোনাসহ ২৭ জনকে আটক করে। আটক রেনু পোনা মৎস্য বিভাগের তত্বাবধানে বরিশালের কির্তনখোল নদীতে অবমূক্ত করা হয়েছে।
আটককৃতদের কোতোয়ালী থানায় সোপর্দ করার পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন