শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিংড়া সড়কে ঝরল ২শিক্ষার্থীর প্রাণ

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

নাটোরের সিংড়ায় গতকাল রোববার দুপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চকপুর বিলভরট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বাপ্পি ওরফে কনক (১৬) ও আল আমিন (২০) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত কনক শেরকোল ইউপির চকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আল আমিন তেমুখ নওদাপাড়া গ্র্রামের আরব আলীর ছেলে। হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে আটক করছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রোববার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকার আমিনা ফিলিং স্টেশনের পশ্চিমে শুটকির আড়ৎ সংলগ্ন নাটোরগামী মুক্ত বলাকা নামের একটি যাত্রীবাহী বাস সিংড়াাগামী মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা বাপ্পি ওরফে কনক নিহত হয়। গুরুর আহত আল আমিনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আল আমিনও মারা যায়। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জামিল আকতার জানান, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আর স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন