শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মেয়ে হত্যার দায়ে সৎ মা গ্রেফতার

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতাঃ ফেনীতে সুমনা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগে সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সম্পত্তির লোভে সৎ মা’ বিবি মরিয়ম দীর্ঘদিন ধরে সুমনা আক্তারকে নির্যাতন করে আসছে । সে ছনুয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী । গত রবিবার বিকেলে সুমনা স্কুল থেকে  বাড়ীতে আসলে পূর্ব থেকে ভাতের সাথে বিষ মিশিয়ে রাখে তার সৎ মা। পরে ওই ভাত খেয়ে তার মৃত্যু হলে বাড়ীর ছাদে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের জানায়। ওই ছাত্রীর পিতা গ্রিস প্রবাসী নুরুল ইসলাম খবর পেয়ে ভিডিও বার্তায় দ্বিতীয় স্ত্রী বিবি মরিয়ম তার মেয়েকে হত্যা করেছে বলে অভিযোগ করেন। পরদিন সকালে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন