এবারের ঈদে চিনি, সেমাই, শাড়ি ও লুঙ্গির পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ৪২টি উপজেলার ৭ হাজার ৮৭৭টি ভূমিহীন ও গৃহহীন পারিবারের মাঝে জমিসহ ঘর উপহার দিচ্ছেন। মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এ প্রত্যয়কে সামনে রেখে দেশব্যাপী গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষিণাঞ্চলেও এ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোপূর্বে দু’পর্যায়ে এ অঞ্চলের ৪২টি উপজেলায় ১৩ হাজার ৯৬৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে উপহারের ঘর তুলে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনার সদর উপজেলাসহ দেশের ৪টি উপজেলার সাথে সরাসরি সংযুক্ত হবেন। তিনি গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের দুজন উপকারভোগীর সাথেও সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন বরিশালে বিভাগীয় কমিশনার। এ ইউনিয়নে ২২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকেও এবার জমিসহ ঘর বিতরণ করছেন প্রধানমন্ত্রী। ঘর ও জমি হস্তান্তরের ঐ অনুষ্ঠানের সাথে দেশের সবগুলো জেলা উপজেলা সংযুক্ত থাকবে বলেও জানা গেছে। তৃতীয় দফায় দক্ষিণাঞ্চলে যে ৭ হাজার ৮৭৭ জন ভূমিহীন এবং গৃহহীনকে জমি ও ঘর বিতরণ করা হচ্ছে, তারমধ্যে ৩ হাজার ২১০টি ঘর ইতোমধ্যে প্রস্তুত বলে জানিয়ে মঙ্গলবারেই তা হস্তান্তর করা হবে বলে বরিশালের বিভাগীয় কমিশনার মো. হামিদুল আহসান ইনকিলাবকে জানিয়েছেন। মঙ্গলবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
এবার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো আরো মজবুত ও টেকসই করে নির্মাণের ফলে নির্মাণ ব্যয় পূর্বের ১ লাখ ৮০ হাজার টাকার স্থলে ২ লাখ ৪০ হাজারে উন্নীত হয়েছে বলে জানা গেছে। তৃতীয় পর্যায়ে নির্মিত ও নির্মাণাধীন ঘরগুলোর মধ্যে বরিশালে ১ হাজার ৮৫৬টি, পটুয়াখালীতে ১ হাজার ৬১৬টি, ভোলাতে ২ হাজার ২২টি, পিরোজপুরে ১ হাজার ১১১টি, বরগুনাতে ৭২৫টি এবং ঝালকাঠীতে ৫৪৭টি জমিসহ ঘর বিতরণ করা হচ্ছে বলে বরিশালের বিভাগীয় কমিশনার জানিয়েছেন। এরফলে দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ৪২টি উপজেলার ১৪ হাজার ভূমিহীন পরিবার জমির সত্ব সহ মাথা গোজার ঠাঁই খুঁজে পেতে যাচ্ছে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন