রংপুর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
গোবিন্দগঞ্জ উপজেলা সংবাদদাতা : গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিলস লি:। এই মিলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ দিয়ে চিনিকলের চিনি উৎপাদন হতো। এই আখের আবাদের সাথে ৩০ হাজার আখচাষি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রমজীবী মানুষসহ লক্ষাধিক মানুষ জড়িত। গত ২ বছর আগে ‘সাহেবগঞ্জ খামারের জমি পুনরুদ্ধার কমিটি’-এর নামে আদিবাসীদের উসকানি দিয়ে একটি মহল এই শান্তিপ্রিয় জনগণকে অশান্ত করেছে এবং বিভিন্ন মিডিয়াতে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে প্রকৃত ঘটনাকে আড়াল করা হচ্ছে। তাই প্রকৃত ঘটনা তুলে ধরতে সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে রংপুর সুগার মিলসের শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ বছর আগে ‘সাহেবগঞ্জ খামারের জমি পুনরুদ্ধার কমিটি’ নামে আদিবাসীদের উসকানি দিয়ে একটি মহল গত ১ জুলাই দেশের বিভিন্ন এলাকা থেকে সাঁওতালরা সংগঠিত হয়ে খামারের প্রায় ১০০ একর জমিতে ঝুপড়িঘর তুলে বসতি স্থাপন করে। ঘটনাটি স্থানীয় ও জেলা প্রশাসনকে অবহিত করা হয়। এরপর হলি আর্টিজান, ঈদুল ফিতরের পর ১২ জুলাই পুলিশ উচ্ছেদ অভিযান চালালে সাঁওতালদের তীরের আঘাতে পুলিশসহ ১০-১২ জন আহত হয়। খামারের অফিস, গোডাউন, গাড়ি ভাঙচুর করে।
গত ৬ নভেম্বর সকাল ১০টায় চিনিকলের শ্রমিকরা বীজ আখ কাটতে গেলে সাঁওতালরা তীর-ধনুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করা হলে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাঁওতালদের এলাকা ত্যাগ করার জন্য বাববার অনুরোধ করা সত্ত্বেও যুদ্ধংদেহী মনোভাবাপন্ন সন্ত্রাসীরা মাঠে আখ পরিবহনের জন্য নিয়ে আসা ট্রাক্টরে ভাঙচুর শুরু করে এবং টায়ার কেটে নষ্ট করে ও গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে। তাছাড়াও কর্তনকৃত আখ লুট করে নিয়ে যেতে থাকলে তাদের নিষেধ করার একপর্যায়ে সাঁওতাল সন্ত্রাসীরা হটাৎ পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে থাকে। সাথে সাথে পুলিশের ৯-১০ জন সদস্য মারাত্মকভাবে তীরবিদ্ধ হয়। তাছাড়াও মিলের ৫-৬ জন শ্রমিক আহত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান দুলাল, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন