রাজশাহী ব্যুরো : রাজশাহী জেলা জজ আদালতের হাজত থেকে মাদক মামলার আসামি মোখলেসুর রহমান পুলিাশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা জজ আদালতের এটিএসআই মমিন আজাদ, তাজুল ইসলাম, কন্সটেবল আবদুল মমিন ও মনসুর আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার রাতেই তাদের বরখাস্তের আদেশ দেন জেলার পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া। পুলিশ সূত্র জানায়, পলাতক আসামির নামে রোববার রাতে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে। এটিএসআই মমিন আজাদের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন।
রোববার বিকেলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন আসামিকে আদালতের হাজত থেকে বের করা হচ্ছিল। এ সময় কিছু আসামিকে হাজতে ঢোকানোও হচ্ছিল। এ সুযোগে আসামি মোখলেসুর রহমান পালিয়ে যায়।
মন্তব্য করুন