শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে বার্তায় বার্নিকাট

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

উদ্যোক্তা বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে বড় সম্ভাবনা
কূটনৈতিক সংবাদদাতা : উদ্যোক্তা বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে আরও বড় সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে মনে করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। ১৪-২০ নভেম্বর বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। প্রসঙ্গত, জাতিসংঘ বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন করছে ১৯ নভেম্বর। বিবৃতিতে বার্নিকাট বলেন, ব্যক্তিগত উদ্যোক্তার উন্মেষ বাংলাদেশেও ঘটছেÑ যার মধ্যে রিকশাচালকদের নতুন শহরে আবির্ভাব থেকে সামাজিক উদ্যোক্তাদের মাইক্রোফিন্যান্স শিল্প ও মোবাইল এর মাধ্যমে লেনদেনের রূপান্তর রয়েছে। বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন লাখ লাখ মানুষের জীবিকার উন্নয়ন ঘটাচ্ছে, তখন আরও বড় সম্ভাবনার দ্বার খোলার চাবিও সামনে রয়েছে। যেমন, স্টার্টআপ মূলধনের বৃদ্ধি, বুদ্ধিস্বত্তা অধিকারের সংরক্ষণ, সহায়ক ব্যবসা পরিবেশবান্ধব ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি দমন, শিক্ষা ব্যবস্থার রূপান্তরের মাধ্যমে শ্রম বাজারে দক্ষ জনশক্তির যোগান দেয়া এবং অধিকতর টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। তরুণ ও নারীদের জন্য অর্থনৈতিক নীতি প্রবর্তন সবাইকেই সমৃদ্ধিশালী করে বলে বিবৃতিতে উল্লেখ করেন রাষ্ট্রদূত। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বৈষম্যমূলক আচরণসহ নারীরা আরও কীভাবে বাধার সম্মুখীন হচ্ছে তা চিহ্নিত ও ভেঙ্গে ফেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টায় যোগ দিতে। বার্নিকাট বলেন, বাংলাদেশী নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস বলেছেন মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা। তাই এ সপ্তাহে সবার ভেতরের সম্ভাবনাময় উদ্যোক্তাকে স্বীকৃতি দেয়ার জন্য তার সঙ্গে যোগ দিতে আহ্বান জানিয়ে বার্নিকাট বলেন, একসাথে চলুন আমরা উদ্যোক্তা চেতনার উন্মেষে নতুন দিক উদ্ভাবন করি এবং বাংলাদেশকে স্টার্টআপ জাতি হিসেবে এগিয়ে নিয়ে চলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন