স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচর থানার মমিনবাগ এলাকায় পাওনাদারের আঘাতে আহত রিকসাচালক নবী হোসেন (৩২) মারা গেছেন। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, গত রোববার দিবাগত রাত ১১টার দিকে পাওনা টাকা ফেরত নিতে আসেন নূরুজ্জামান। কিন্তু নবী হোসেন টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাকে কাঠ দিয়ে বেধড়ক পেটান নূরুজ্জামান। পরে আহত অবস্থায় নবী হোসেন বাসায় চলে যান। ভোর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্ত্রী রেনু আক্তার তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার এসআই কৃষ্ণ কমল জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নুরুজ্জামানকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন