ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে একটি হেলিকপ্টারে তিনি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ তাকে বিমান বন্দরে স্বাগত জানান। এরপর তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে ৫, ৬ ও ৭ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তিনি সেখানে ডেনমার্ক পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি বৃক্ষরোপণ অভিযানেও অংশগ্রহণ করেন।
মেরি এলিজাবেথ বর্তমানে তিনদিনের সফরে বাংলাদেশে রয়েছেন। তিনি আজ বুধবার কক্সবাজার হেলিকপ্টারে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন