ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ২৭ এপ্রিল সাতক্ষীরা আসছেন। রাজকুমারীর সফরসূচি অনুযায়ী, ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় তিনি শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর সড়কপথে শ্যামনগরের কুলতী গ্রামে যাবেন। পরে ১৫ থেকে ২০ মিনিট উপকূলীয় ওই জনপদে হাঁটবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর এলাকায় সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন এবং বাঁধের পাশে বসবাসকারী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন। দুপুরে তিনি স্থানীয় বরসা রিসোর্টে মধ্যাহ্ন ভোজ করবেন। এর আগে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন। এছাড়া রাজকুমারী সুন্দরবন ভ্রমণ করবেন এবং বন বিভাগের লোকজনের সঙ্গেও কথা বলবেন।
এদিকে, রাজকুমারীর সাতক্ষীরা সফর উপলক্ষে জনসাধারণের জন্য দুই দিন সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ২৬ ও ২৭ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন ভ্রমণে সব ধরনের পাস বন্ধ থাকবে বলে জানিয়েছে বন বিভাগ। পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ২৭ এপ্রিল তার শ্যামনগর সফরের অংশ হিসেবে সুন্দরবন ভ্রমণ করবেন এবং বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তার সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় ২৬ ও ২৭ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন ভ্রমণের সব ধরনের পাস বন্ধ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে কোনো বনজীবীও সুন্দরবনে যেতে পারবে না। আগামী ২৮ এপ্রিল আবার সুন্দরবন ভ্রমণের অনুমতি দেয়া হবে। রাজকুমারীর আগমন উপলক্ষে সুন্দরবনের কলাগাছিয়া ইকো ট্যুরিজম এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে বন বিভাগ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন