শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শ্যামনগরে ডেনমার্কের রাজকুমারী কথা বলেছেন জলবায়ু অভিঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ৫:৫৮ পিএম

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন নির্ধারিত

কয়েকটি কর্মসূচি শেষ করে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায়
মধ্যাহৃভোজ করেন বরসা নামক একটি এনজিওর রিসোর্টে। দুপুর দেড়টার দিকে তিনি
কুলতী গ্রামে জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির সাথে কথা বলেছেন। এর
আগে বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১২ মিনিটের দিকে মুন্সিগঞ্জ এলাকার
ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হ্যালিকপ্টারে
তিনি অবতরণ করেন। সেখান থেকে তিনি গাড়ীযোগে মুন্সিগঞ্জ থেকে
তিন কি.মি. দূরে শ্যামনগরের কুলতলী গ্রামে যান।
সূত্র জানায়, বুধবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে রাজকুমারী মুন্সিগঞ্জ
এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি
হ্যালিকপ্টার থেকে অবতরণ করেন। সেখান থেকে তিনি গাড়ীযোগে
মুন্সিগঞ্জ থেকে তিন কি.মি. দূরে শ্যামনগরের কুলতলী গ্রামে যান।
তিনি বেশ কিছুক্ষণ উপকূলবর্তী গ্রামে হেটেছেন। তিনি জলবায়ু
ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকা ঘুরে দেখছেন। পরে তিনি জলবায়ু
ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টর ও
বেড়িবাঁধও পরিদর্শন করেছেন রাজকুমারী। কর্মসূচি অনুযায়ী তিনি
বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের
সাথে কথা বলেছেন। দুপুরে বরসা রিসোর্টে মধ্যাহ্ন ভোজ শেষে তিনি
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণ করেন এবং বনবিভাগের
লোকজনের সাথেও কথা বলেছেন।
উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে একদিনের সফরে
সাতক্ষীরার উপকূলবর্তী অঞ্চলে আসেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি
এলিজাবেথ ডোনাল্ডসন
পররাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ও জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে তার
সফর সম্পন্ন হয়েছে। তার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে এসএসএফ
ও স্থানীয় পুলিশ প্রশাসনসহ সরকারের বিশেষ গোয়েন্দা বাহিনী। তাঁর নিরাপত্তাকে নির্বিঘ্ন করতে
সাংবাদিকসহ সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন