রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে হিরো মোটরসাইকেলের মাইলেজ টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সদরে গতকাল হিরো মটর সাইকেলের মাইলেজ টেষ্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় হিরো মটর সাইকেলের প্রতিনিধি মেসার্স তাহা মটরস এর ব্যবস্থাপনায় পৌর শহরের চামড়া গুদাম এলাকার গফরগাঁও-মুখি সড়কে এই মাইলেজ টেষ্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স তাহা মটরস এর কর্ণধার মো. রাজিবুল ইসলাম, নিটল মটরস ঢাকা-২ জোনের রিজিওনাল ম্যানেজার (আরএম) চিন্ময় ভৌমিক, সেলস ডিভিশনের টিম মাহমুদুল হাসান মাহিন, সার্ভিস ডিভিশনের টিএম মো. মিনহাজ রবিন। হিরো মটর সাইকেলের এই মাইলেজ টেষ্ট ক্যাম্পে ৪৮ জন মটর বাইক চালক অংশ নেয়। সর্বোচ্চ মাইলেজ ১ লিটার পেট্রোলে ৯০ কি.মি. পাড়ি দিয়ে মো. মোস্তফা কামালের ঐবৎড় ঝঢ়ষবহফড়ৎ চষঁং ১০০ ঈঈ মটর সাইকেলটি প্রথম স্থান অর্জন করে। মো. লিমনের ঐবৎড় ওমহরঃড়ৎ ১২৫ বাইকটি ১ লিটার পেট্রোলে ৬০ কি.মি মাইলেজ দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে। ১ লিটার পেট্রোলে ৫৬ কিলোমিটার মাইলেজ দিয়ে মো. মনিরুল ইসলাম খানের ঐঁহশ ১৫০ ঈঈ মটর বাইকটি তৃতীয় স্থান অর্জন করে। পরে মেসার্স তাহা মটরস এর পক্ষ থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন