ময়মনসিংহ শহরের প্রাচীনতম এবং প্রসিদ্ধ জায়গাগুলোর মাঝে গাঙ্গিনারপাড়, নতুম বাজার অন্যতম। এখানে জনসাধারণের আনাগোনা সবসময়ই চোখে পড়ার মতো। গ্রাম ও শহরের সকল শ্রেণিপেশার মানুষই এখানে ভিড় জমায় নিজেদের প্রয়োজন মেটাতে। শপিং মল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় আহার্যসহ সবধরনের কেনাকাটার জন্য দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন। তাই এই জায়গাগুলোতে সারাবছরই দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। কিন্তু এত জনসমাগম থাকা সত্ত্বেও চলাচলের জন্য নেই কোনো ফুটওভার ব্রিজ। ফলে মানুষ আর যানবাহন একই রাস্তায় চলাচলের কারণে সর্বক্ষণ এই জায়গাগুলোতে জ্যাম লেগেই থাকে। যে রাস্তাটুকু পাঁচ মিনিটে হেঁটে অতিক্রম করা যায় অনায়াসে, সেখানে অটো বা রিকশায় করে যেতে হয় বিশ-ত্রিশ মিনিটে। কখনো বা আরও বেশি। এতে করে জনসাধারণের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষত ঈদের সময় তা দুঃসহ পর্যায়ে চলে আসে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে, এই সমস্যাটি বিবেচনা করে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে যানবাহন ও মানুষ চলাচলের পথ পৃথক পৃথক করে জনসাধারণের পথচলা সহজ করুন।
আবরার নাঈম
ময়মনসিংহ, সদর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন