বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে ঈদ বোনাসের দাবিতে ওষুধ শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

রাজশাহীতে ঈদের বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন কেমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ কারখানার শ্রমিকরা। গতকাল শুক্রবার সকালে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কর্মরত শ্রমিকরা জানান, কারখানায় প্রায় দুই শতাধিকের বেশি কর্মী কাজ করেন। এর মধ্যে ৬০-৬৫ জন শ্রমিক মাসিক বেতনেরভিত্তিতে রয়েছেন। আর বাকিরা দৈনিক মজুরিরভিত্তিতে। শ্রমিকদের বেতন দেওয়া হলেও এক সপ্তাহ ধরে তাদের বলা হয়েছে ঈদের আগেই বোনাস দেওয়া হবে। কিন্তু বোনাস দেওয়া নিয়ে গড়িমসি করছেন কর্তৃপক্ষ।

কারখানার কর্মরত শ্রমিকরা জানান, গত কয়েকদিন থেকে ঈদের বোনাস দেওয়ার কথা বলে আমাদের কাজ করিয়ে নিচ্ছে । বোনাস দেওয়ার কথা বলে শুক্রবার ছুটির দিনেও আমাদের কাজে আসতে বলা হয়েছে কিন্তু কাজে আসার পর জানানো হয় ঈদের আগে বোনাস দেওয়া হবে না তাই আমরা কর্মবিরতি রেখেছি। শুধু ঈদের বোনাসই নয় প্রতি মাসে বেতন পেতেও আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এক মাসের বেতন পাই পরের মাসে। এ বিষয়ে কেমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ম্যানেজার আমিনুল হক বলেন, এই কোম্পনির মালিক এম এ কালাম মারা গেছেন। দায়িত্বে আছেন তার সন্তানরা। শীর্ষ কর্মকর্তার মৃত্যুতে এবং করোনাকালীন সময় পার করায় আর্থিক সংকট দেখা দিয়েছে তাই এমন সমস্যা। তবে তা সমাধানের চেষ্টা চলছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রমিকদের বোনাস দেওয়া শুরু করবো।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত ওসি জানান, ঘটনার পরে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে পরিস্থিতি শান্ত আছে। বোনাস পরিশোধের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ স্থগিত করা হয় এবং যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্তি পুলিশ মোতাযেন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন