বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যানইউর স্বপ্নে চেলসির ধাক্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করে গেল চেলসি। প্রথমার্ধে দাভিদ দে হেয়া দারুণ কিছু সেভ করে তাদের আটকে রাখলেও বিরতির পর আর পারলেন না। জবাব দিতে ম্যানচেস্টার ইউনাইটেডও বেশি সময় নিল না। সমতায় শেষ হলো দুই দলের লড়াই। গতপরশু রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধে ১১৯ সেকেন্ডের মধ্যে হয় গোল দুটি। মার্কোস আলোনসো চেলসিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ক্রিস্টিয়ানো রোনালদো। চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে এটিই পর্তুগিজ তারকার প্রথম গোল। লিগে দলের সবশেষ ৯ গোলের ৮টিই করলেন তিনি! আসরে ৩৭ বছর বয়সী রোনালদোর গোল হলো ১৭টি। তার চেয়ে বেশি গোল আছে কেবল লিভারপুলের মোহাম্মদ সালাহর ২২টি।
লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল ম্যানচেস্টারের দলটি। শীর্ষ চারে থেকে আসর শেষ করার সম্ভাবনা আরও ফিকে হয়ে গেল তাদের। তাতে ধাক্কা লাগল আগামী আসরে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নেও। গত দুই রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ৪-০ ও আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল তারা। এক ম্যাচ পর চেলসি আবার পয়েন্ট হারালেও সেরা চারের লড়াইয়ে তারা আছে ভালোভাবে। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে আছে টমাস টুখেলের দল। সমান ৩৩টি করে ম্যাচ খেলা আর্সেনাল (৬০) ও টটেনহ্যাম হটস্পার (৫৮) আছে যথাক্রমে চার ও পাঁচে। ৩৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইউনাইটেড। শিরোপা লড়াই টিকে আছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে। সমান ৩৩টি করে ম্যাচ খেলেছে তারা। ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গার্দিওলার দল। ৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন