ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত গতকাল সকাল থেকে থেমে থেমে যানজট দেখা যায়। এতে ঈদে ঘরমুখী বিভিন্ন যানবাহনের যাত্রীরা গরমের মধ্যে ভোগান্তি পোহাচ্ছেন।
কাঁচপুর থেকে মদনপুর, মোগরাপাড়া চৌরাস্তা থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিভিন্ন বাসস্ট্যান্ডে সড়কের ওপর যত্রতত্র যাত্রী ওঠানামা করানো, মহাসড়কের ওপর অবৈধ পার্কিং ও ফুটপাত দখল এবং পুলিশের দায়িত্ব পালনে অবহেলার কারণে এ যানজট সৃষ্টি হচ্ছে।
হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ওসি বলেন, পুলিশ সকাল থেকেই মহাসড়কে দায়িত্ব পালন করছে। যানবাহনের অতিরিক্ত চাপে যানজট সৃষ্টি হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন