সীতাকু-ে সাংবাদিক সবুজ শর্মা সাকিলের বাড়িতে সন্ত্রাসী হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আসামিরা এখনো গ্রেফতার হয়নি।তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানা পুলিশ । এ বিষয়ে ঘটনার রাতেই ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে সীতাকু- মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়
শুক্রবার বিকালে সীতাকু- উপজেলার বাড়বকু- ইউনিয়নের ভায়েরখীল গ্রামের বাসিন্দা সীতাকু- প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার সীতাকু- প্রতিনিধি সাংবাদিক সবুজ শর্মা শাকিলের বাড়িতে হামলা চালায় স্থাানীয় মোঃ হাসেম, আকবর, সানিফ ও রাকিবসহ ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল । তাদের সীমানা প্রাচীরের ভেতরে প্রবেশ করে আম গাছ থেকে আম পাড়তে শুরু করে তারা। এসময় ঘরে থাকা সবুজ শর্মার ভাই, মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মা বের হয়ে গাছ থেকে আম পেড়ে নেবার কারন জানতে চাইলে সন্ত্রাসীরা তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে।শুধু তাই নয় তারা ঘরে প্রবেশ করে আলমিরাসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নগত টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় ।আর যাবার সময় তাদেরকে প্রান নাশেরও হুমকি দিয়ে যায় তারা ।এদিকে ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা শাকিল বলেন, শুক্রবার বিকেলে একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে এসে গাছ থেকে আম পাড়তে শুরু করে । আমার ভাই, বোন ও বৌদি তাদের বাধা দিতে গেলে এসময় আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।পরে ঘরে ঢুকে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার পর আমরা জানতে পারি যে এটি একটি পরিকল্পিত হামলা । তাই আসামিদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। সীতাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,আমরা ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থালে পুলিশ পাঠিয়েছি । বর্তমানে আসামিরা পলাতক আছে।তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।তারিখঃ-
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন