শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাবেক অর্থমন্ত্রী মুহিতের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ৫:৩১ পিএম

সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে সাবেক অর্থমন্ত্রী, খ্যাতিমান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের জানাজা। এরপরই পারিবারিক কবরস্থানে চিরদিনের জন্য শায়িত হবেন এই লেখক ও প্রবীণ ভাষাসৈনিক। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জরুরি বৈঠক শেষে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এর আগে শনিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জানাজা ও দাফন-সংক্রান্ত বিষয়ে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। শফিকুর রহমান চৌধুরী আরও জানান, আজ সন্ধ্যায় সড়কপথে সিলেটের হাফিজ কমপ্লেক্স তার মরদেহ আনা হবে। কাল দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। পরে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার রায়নগরের ডেপুটি বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন