শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ৫:৪৫ পিএম

প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদ আগামীকাল সকালে বঙ্গভবন দরবার হলে তার পরিবারের সদস্য ও কয়েকজন কর্মকর্তাসহ ঈদের নামাজ আদায় করবেন।

প্রেসিডেন্টের প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে বলেন, “বঙ্গভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।"

প্রেসিডেন্ট স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রাষ্ট্রপতি ভবনে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন।

সাধারণত প্রেসিডেন্ট রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে অংশ নেন।

কিন্তু বিশ্বের কয়েকটি দেশে মহামারী কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের কারণে গত দুই বছরের মতো এবারো প্রেসিডেন্টের জাতীয় ঈদগাহ ময়দানের কর্মসূচি বাতিল করা হয়েছে।

বঙ্গভবনের মুখপাত্র জানান, নামাজ শেষে প্রেসিডেন্ট ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন।

পরে তিনি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। তবে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিদেশী কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে খাবার পরিবেশনের সাথে কোন আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন