হত্যা আর রক্তের মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির উত্থান হয়েছে। এদের নেতাকর্মীদের মাথায় শুধু গুম, খুন। ক্ষমতায় থাকতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। এটা দেশবাসী জানে, ভুলে যায়নি।
সোমবার (২ মে) বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ।
হানিফ আরও বলেন, গ্রেনেট হামলা থেকে শুরু করে আন্দোলনের নামে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা, খুনের অপকর্ম সবই বিএনপির দ্বারা। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়?
ঈদযাত্রা প্রসঙ্গে আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, সড়ক ফোর লেন করাসহ যোগাযোগ খাতে অনেক উন্নতি হয়েছে। তাই আগের মতো এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমেছে। মানুষ অনেকটা নিরাপদে বাড়ি পৌঁছাচ্ছে।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন