শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইন্দুরকানীতে আতশবাজিতে ঝলসে গেল যুবকের হাত ও চোখ

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ১০:৪৬ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে আতশবাজিতে ঝলসে গেল ইদ্রীস হাওলাদার (২২) এর হাত ও চোখ। সোমবার সন্ধ্যার পরে ইন্দুরকানী বাজারের এলজিইডি ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। ইদ্রীস হাওলাদার উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে।

জানা যায়, ঈদের আনন্দে চাঁদ রাত উপলক্ষ্যে সন্ধ্যার পরে ইদ্রীসের নিজের বানানো আতশবাজি ফুটাতে গিয়ে অসাবধানতা বশত নিজের হাত ও এক চোখ আতশবাজির আগুনে মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তিনি পেশায় গ্যারেজ মেকার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, ইদ্রীস হাওলাদার নামে এক যুবকের আতশবাজিতে হাত ও একটি চোখ ঝলসে গেছে। এলাকায় আতশবাজির ব্যাপারে সতর্ক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন