শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সব ধর্মের মানুষেরা এক হলে সোনার বাংলা গড়তে পারবো

শিবচরে চীফ হুইপ

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০০ এএম

সকল ধর্ম, বর্ণ নির্বিচারে সবাই মিলে এক হয়ে কাজ করি তাহলেই আমরা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়তে পারবো। সোনার বাংলা গড়তে হলে সর্ব প্রথমেই আমাদের সোনার মানুষ গড়ে তুলতে হবে। মানুষের মানসিকতার পরিবর্তন আনতে হবে। সেটা আনতে হলে আমাদের শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয়সহ সকল অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি আমরা মানুষের পরিবর্তন আনতে পারি তাহলেই আমরা সোনার বাংলা গড়তে পারবো। গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচর পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরের নাট মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন। এসময় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অমূল্য কুণ্ডুর সভাপতিত্বে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন