শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বোয়ালমারীতে ৬ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০০ এএম

ফরিদপুরের বোয়ালমারী ও সহস্্রাইল বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা ও কেজিতে তরমুজ বিক্রির অপরাধে চলমান ভ্রাম্যমান আদালত ৬ ব্যবসায়ীকে জরিমানা করছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সুত্রে জানা যায়, ঈদ পরবর্তী বোতলজাত সয়াবিন তেল কোম্পানীর নির্ধারিত মূল্যের চেয়েও বেশী দাম রাখা ও কেজিতে তরমুজ বিক্রি করায়, সহস্রাইল বাজারের তরমুজ ব্যবসায়ী সিদ্দিক মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০০০ টাকা, সহস্রাইল বাজারে সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় মা স্টোরকে ৫ হাজার টাকা, রবিউল স্টোরকে ৩ হাজার টাকা, রাকিব স্টোরকে ৫ হাজার টাকা, বোয়ালমারী বাজারে রাজিব স্টোরকে ৩ হাজার টাকা, জাবেদ বস্ত্রালয় পথচারী চলাচলের জায়গায় মালামাল রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন