ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : নাসিরনগরে হামলার ঘটনায় সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আমিরুল চকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ। আমিরুলের পারিবারিক সূত্রে জানা যায়, আমিরুল চকদার নাসিরনগর উপজেলা বিএনপি'র সদস্য, সদর ইউপি বিএনপি'র সভাপতি ও উপজেলা বিআরডিবি'র সাবেক চেয়ারম্যান।
গত ৩০ অক্টোবর ফেসবুকে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে হামলা চালায় একদল লোক। এর কয়েকদিন পর আবার কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গতকাল পর্যন্ত ৬টি মামলায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন