রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি খন্দকার মাইনুল ইসলামের (৬১) রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে নিজ বাড়িতে পিস্তলের গুলিতে মারা যান তিনি। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাইনুল ইসলাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন।
বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী রাজপাড়া থানার কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন