বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিরলে জ্বালানি তেলের চরম সঙ্কট অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০১ এএম

দিনাজপুরের বিরলে জ্বালানি তেলের চরম সংকটের কারণে হাহাকার অবস্থা দেখা দিয়েছে। ডিপো থেকে টানা ৪ দিন ধরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ হয়ে পড়েছে। ফলে রাস্তায় চলাচলে জ্বালানি তেল দিয়ে ইঞ্জিনচালিত পরিবহণগুলোর সঙ্কট দেখা দেয়ায় একদিকে যেমন মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে ভোগান্তিতে পড়েছে কৃষকরাও। জ্বালানি তেলের অভাবে অনেকে জমিতে থাকা ফসলে সেচ দিতে পারছেননা কৃষকেরা। এব্যাপারে বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমাদের জ্বালানি তেল রাজশাহী থেকে পার্বতীপুর ডিপোতে আসে। সেখান থেকে বিরলে সরবরাহ করা হয়। আমাদের আগামীকাল কিছু তেল ডিপো থেকে সরবরাহ করবে। সেটা পৌঁছাতে পরদিন সকাল হতে পারে। তবে আগেরমত স্বাভাবিক অবস্থা আসতে আরও ২-৩ দিন সময় লাগতে পারে। এমনটাই কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন বলে তিনি জানান। বিরলের প্রাণকেন্দ্রে বিরল স্থল বন্দর সড়কের পাশে অবস্থিত মেসার্স সুবাইতা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন সাজুর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, জ্বালানি তেলের সঙ্কট দেখিয়ে গত ৪ দিন যাবত আমাদের ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে আমরা গ্রাহকদের কাছে তেল বিক্রি করতে পারছি না। এমন সঙ্কট কতদিন চলতে পারে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমাদের ডিপো থেকে জানানো হয়েছে এ অবস্থা আরোও ৪-৫ দিন চলতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন