শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লায় ২৩ মামলার দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০১ এএম

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে দাগী, তালিকাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করছে পুলিশ। এরই অংশ হিসেবে গত শুক্রবার দিবাগত রাতে দেশীয় অস্ত্রসহ পৃথক ২৩ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। নগরীর ঠাকুরপাড়া নোনাবাদ কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সুইসগিয়ার, চাপাতি, ছেনি ও ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, নগরীর ঠাকুরপাড়া নোনাবাদ কলোনীর কেরামত আলীর ছেলে মো. সেলিম ও নগরীর গোবিন্দপুর এলাকার বাহার মিয়ার ছেলে আজহার উদ্দিন দীপ খান। কুমিল্লা কোতয়ালী থানায় তদন্ত পরিদর্শক কমল কৃষ্ণধর জানান, অভিযান চালিয়ে দু’জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র, খুন, মাদক ছিনতাইসহ দীপের বিরুদ্ধে অন্তত ১৫টি এবং সেলিমের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের পরিস্থিতি যাতে অশান্ত না হয় এজন্য জেলা পুলিশ সকল ওয়ারেন্টভুক্ত ও দাগি আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন