প্রস্তাবিত ‘বরিশাল ও পটুয়াখালী জেলার কারখানা, বিঘাই ও পায়রা নদীর ভাঙন থেকে শেখ হাসিনা সেনানিবাস এলাকা রক্ষা প্রকল্প’ এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি। এসময়ে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণও প্রতিমন্ত্রীর সাথে ছিলেন। প্রতিমন্ত্রী সেনানিবাস এলাকার নদী ভাঙন প্রবন স্থানে স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজসহ ড্রেজিংয়ের মাধ্যমে প্রবাহ ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে দাখিলকৃত প্রকল্পটি দ্রুত সময়ে অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
উল্লেখ্য, প্রায় ১ হাজার ৪৬৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষ প্রস্তাবিত এ প্রকল্প’র আওতায় ১১.২০০ কিলোমিটার স্থায়ী নদী তীর প্রতিরক্ষা কাজ ও ১ কিলোমিটার ড্রেজিং অন্তর্ক্ত রয়েছে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন