শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জাদুঘরে ইতালীয় শিল্পী তারশিতো’র শিল্পকর্ম প্রদর্শনী

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অধ্যাপক নিকোলা স্ট্রিপলি একজন স্থপতি এবং শিল্পী। ইতালির এই শিল্পী তারশিতো নামে অধিক পরিচিত। তারশিতো একটি সংস্কৃত শব্দ। এই নিখাদ শিল্পীর ভারতবর্ষ বিশেষ করে বাংলাদেশের মানুষের প্রতি রয়েছে অকৃত্রিম ভালোবাসা। তার শিল্পকর্মে বাংলাদেশের গ্রামীণ কারুশিল্পীদের যেমন সম্পৃক্ত করেছেন তেমনি প্রাচ্য ও প্রতীচ্য, আধুনিকা ও ঐতিহ্যকে একই সাথে লালন করেছেন। একজন ইতালীয় আধুনিক শিল্পীর শিল্পকর্মের সাথে বাংলাদেশের মানুষের পরিচয় করানোর জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে তঁাঁর একক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ১৯ নভেম্বর  শনিবার সকাল ১১টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি দেশবরেণ্য শিল্পী হাশেম খান। প্রদর্শনী চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন