ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তার। ওই ব্যক্তির নাম এম এম রাকিবুল আজাদ ইমরান (২৭)। তার হাজতের নম্বর ৪৮৮৪/২১। বাবার নাম আব্দুস সামাদ আজাদ। গতকাল বুধবার তাকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে আনা হয়।
হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. শাহীন আলম বলেন, রাকিবুল কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন