শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত: কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ২:২৯ পিএম

বিএনপির ‘টপ টু বটম’ নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বৃহস্পতিবার (১২ মে) ফরিদপুর জেলা ত্রি-বার্ষিক সন্মেলন এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘পদত্যাগ কেন আমরা করবো,পদত্যাগ করবে মির্জা ফকরুল সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে ব্যার্থতার জন্য মির্জা ফকরুল, আপনাদের সকলের টিপ টু বটম পদত্যাগ করা উচিত।’

বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে ভাবুন পঁচাত্তরের পর এতো সৎ, এতো পরিশ্রমী, এতো দক্ষ,এতো জনপ্রিয় নেতা কি আর একজন এসেছে বাংলাদেশে।'

পদ্মা পাড়ের মায়াবী শহর ফরিদপুর বঙ্গবন্ধুর শহর, শেখ হাসিনার শহর, অনেক বীরের জন্ম এই ফরিদপুরে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'এই জেলার উন্নয়নে শেখ হাসিনার সরকার অত্যান্ত আন্তরিক।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন