শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তারাকান্দায় ঘুষ নিতে গিয়ে ভূমি কর্মকর্তা আটক

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফুলপুর উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শ্রী রতন কিশোর দাসকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করে দুদক। পরে তাকে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের তারাটি গ্রামের বাসিন্দা এনামুল হকের নামজারি মোকদ্দমা নিষ্পত্তিপূর্বক খাজনার রশিদ কাটতে যায়। এ সময় খাজনার রশিদ দেয়ার বিনিময়ে এনামুলের কাছে ৮ হাজার টাকা ঘুষ দাবি করেন ভূমি সহকারী কর্মকর্তা রতন কিশোর দাস। এ ঘটনা দুর্নীতি দমন কমিশন (দুদক) কে অবহিত করে এনামুল। এ অভিযোগের তদন্তে দুদক ৬ সদস্যের একটি তদন্তটিম গঠন করে। দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় কমিশনার মো: নাছিম আনোয়ার, ময়মনসিংহ উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ ৬ সদস্যের এ টিম মঙ্গলবার যথা সময়ে পরিচয় গোপন করে রামপুর ভূমি অফিসে অবস্থান নেয়। পরে পূর্ব শর্ত অনুযায়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রতনকে ঘুষের ৮ হাজার টাকা দেয় এনামুল। এ সময় রতন কিশোর দাস ও তার সহযোগী বিরেন্দ্র চন্দ্র বিশ্বাস নামে অপর একজনকে গ্রেফতার করে দুদক। পরে গ্রেফতারকৃতদের তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাছুদুর রহমান বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা করেন। গতকাল বুধবার তাদের আদালতের প্রেরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন