প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা সিটির তেজগাঁও থানার অন্তর্গত রহমতে আলম ইসলাম মিশন ট্রাস্ট পরিচালিত মদীনাতুল উলূম মডেল ইনঃ মহিলা কামিল মাদ্্রাসায় কামিল (এম.এ) পরীক্ষা ২০১৪-এর ১ম পর্বে ৩৯ জন ও ২য় পর্বে ৩৯ জনসহ মোট ৭৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে অ গ্রেড (২০+১৬)=৩৬ জন, অ-(১৯+২২)= ৪১ জন, ই পেয়েছে মাত্র ০১ জন। পাসের হার ১০০%।
অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম কামিল পরীক্ষায় শতভাগ ছাত্রী পাস করায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন এবং রহমতে আলম ইসলাম মিশন ট্রাস্ট-এর প্রধান পৃষ্ঠপোষক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ট্রাস্টের সভাপতি সাবেক মন্ত্রী এ. বি. এম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জহিরুল হক জিল্লু, তত্ত্বাবধায়ক মাওলানা নজরুল ইসলাম, শিক্ষা কমিটির আহ্বায়ক ড. সাঈদুর রহমানসহ মিশনের সকল সদস্য, দাতা ও মাদ্্রাসার সকল শিক্ষক-শিক্ষিকাকে উক্ত ফলাফলের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন