নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে তিন দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা ইজতেমা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। গতকাল বুধবার ইজতেমা ক্যাম্প ও তাবু তৈরির কাজ শেষ হয়েছে। ইজতেমায় প্রায় দুই লাখ লোকের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।
ইজতেমার সমন্বয়ক আবদুল বারেক মেম্বার বলেন, বন্দরের মদনপুরে ইস্ট টাউন এলাকার খালি মাঠে এবারই প্রথম জেলাভিত্তিক ইজতেমা হচ্ছে। এখন থেকে প্রতিবছরই ইজতেমা হবে আশা করা হচ্ছে। ইজতেমায় শুধু নারায়ণগঞ্জ জেলার প্রায় দুই লাখ মুসল্লি আসবেন। বৃহস্পতিবার ফজরের পর থেকে ইজতেমার বয়ান শুরু হবে।
আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম সম্পন্ন হবে। জেলার বিভিন্ন থানা এলাকার মুসল্লিরা আসতে শুরু করেছেন। ইতোমধ্যে প্রায় ৫০ হাজার লোক এসে পৌঁছেছেন। ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তার জন্য অস্থায়ী পুলিশ চৌকি বসানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন