শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মওলানা ভাসানীর আলোচনা সভায় শফিউল আলম প্রধান হয় গ্রহণযোগ্য নির্বাচন নতুবা গণঅভ্যুত্থান

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা পুরুষ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালিত না হওয়া দুর্ভাগ্যজনক। স্বাধীনতার পরপরই মওলানা হুঁশিয়ার করে দিয়েছিলেন পি-ির পরিবর্তে দিল্লির গোলামি করার জন্য জাতি স্বাধীনতা সংগ্রাম করেনি। ভাসানীর মতো নেতা নেই বলেই দেশ আজ দিল্লির করদরাজ্য। তাদের ইচ্ছায় ভোট ছাড়াই সরকার গঠন হয়।
গতকাল বুধবার বেলা ১১টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে মওলানা ভাসানীর ৪০তম ওফাত দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেন, নীরব গণজাগরণ শুরু হয়েছে। স্বাধীনচেতা মানুষকে ভোটারবিহীন গোলাম বানিয়ে রাখা যাবে না। বঙ্গবন্ধু বন্দি হলেও স্বাধীনতা সংগ্রাম রুখা যায়নি। কোনো নেতা ছাড়াই ৭ নভেম্বর সিপাহি জনতার গণঅভ্যুত্থান ঘটেছিল। হয় গ্রহণযোগ্য নির্বাচন দিন, নতুবা গণঅভ্যুত্থান অনিবার্য। বেগম খালেদা জিয়াকে ভয় দেখিয়ে অথবা জেল-জুলুম চালিয়ে এ গণঅভ্যুত্থান রোখা যাবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন