যশোর ব্যুরো : অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে যশোরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু, অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, সম্পাদক তৌহিদুর রহমান, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাবেক সভাপতি সাজ্জাদ গনি খান রিমন, সাবেক সাধারণ সম্পাদক এইচআর তুহিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন