কোর্ট রিপোর্টার ঃ নাইকো মামলায় চার্জ শুনানি ১৫ ডিসেম্বর। তবে বেগম খালেদা জিয়া ও ব্যারিষ্টার মওদুদ আহমেদ উচ্চ আদালতে যাওয়ায় তাদের চার্জ শুনানি অনুষ্ঠিত হয় নাই। এ দুই জনের পক্ষে উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য গতকাল তারিখ ধার্য ছিল। কিন্তু উচ্চ আদালতে শুনানি না হওয়ায় আসামী পক্ষ সময় চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে আগামী ১৫ ডিসেম্বর চার্জ শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলায় মোট ১১ জন আসামী। গতকাল ঢাকার বিশেষ আদালত-৯ এর বিচারক মোঃ আমিনুল ইসলাম শুনানি শেষে আগামী ১৬ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন মোঃ সানাউল্লাহ মিয়া, এম. মাসুদ আহমেদ তালুকদার, মোঃ জাকির হোসেন ভূঁইয়াসহ বেশ কিছু আইনজীবী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন