শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্রহ্মপুত্রনদীর দুধারে বেড়িবাঁধ নির্মাণের দাবি

মতবিনিময় সভায় বক্তারা

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১২:০১ এএম

ময়মনসিংহে ব্রহ্মপুত্রনদের খননের মাটি দিয়ে সিএস অনুসারে নদের সীমানা নির্ধারণ, অবৈধ দখলদার উচ্ছেদ, বেড়িবাঁধ, রাস্তা নির্মাণ ও রেলপথ নির্মাণের দাবি উঠেছে।

ব্রহ্মপুত্রনদের সীমানা চিহ্নিতকরণ ও চলমান খননকাজ ফলপ্রসুভাবে সম্পন্ন করা এবং বিভাগীয় শহর প্রতিষ্ঠাসহ ময়মনসিংহ বিভাগের জেলা সমূহের সার্বিক উন্নয়নের দাবিতে করণীয় নির্ধারণের লক্ষে মতবিনিময় সভায় এই দাবি করেন বক্তারা।
ময়মনসিংহ বিভাগ সমিতি, ঢাকার উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবউদ্দিন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বরেণ্য নাট্যব্যক্তিত্ব ম. হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শাহ আশরাফুল হক জজ, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মহাসচিব রাশেদুল হাসান শেলী, সিনিয়র আইনজীবী গিয়াস উদ্দিনসহ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিভাগ প্রতিষ্ঠা হয়েছে সাত বছর হতে চলেছে। এখনো আশানুরূপ কোন উন্নয়ন হয়নি। বিভাগীয় শহর স্থাপনে দ্রুতই জমি অধিগ্রহণ, ভূমির প্রকৃতি অনুযায়ী মাস্টার প্লান তৈরী, স্থাপত্য নকশা ও নির্মাণ কাজের পরিকল্পনা, কোথায় কি থাকবে তা নিয়ে পরিকল্পনা করার সময় বয়ে যাচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র নদ সুপরিকল্পিতভাবে খনন করে সারাবছর এর নাব্যতাও নিশ্চিত করতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন