শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বরিশালে বিএনপি-জামায়াতের ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে’র আদালতে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মামলার অভিযুক্ত ১৩ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিজ্ঞ আদালত।
মামলায় অভিযুক্ত ৬৭ জনের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেনÑ মহানগর জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের মহানগর সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি করিম খান, ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি মামুন হোসেন, ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কবির সিকদারসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড শাখার বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
২০১৩ সালের ২৯ অক্টোবর ২০ দলের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। নগরীর বগুড়া সড়কে আম্বিয়া হাসপাতালের সামনে মিছিলকারীরা কয়েকটি ইজিবাইক ভাঙচুর করে। এতে পুলিশ বাধা দিলে মিছিলকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় পরদিন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান নামধারী ৩৪ জন এবং অজ্ঞাত দেড়শ’ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ অক্টোবর ৬৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আবু তাহের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন