শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশাল বঙ্গোপসাগরে ৬৫ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞার ওপর সেমিনার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০০ এএম

বঙ্গোপসাগরে ৬৫ দিনের মৎস আহরণ বন্ধ বিষয়ক এক সেমিনারে বক্তাগণ দেশের মৎস্যম্পদ সমৃদ্ধ করনের পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে আরো সচতনতার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল মঙ্গলবার বরিশালের মৎস্য ভবনে এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন মৎস্য অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক আনিচুর রহমান তালুকদার। অধিদফতরের বরিশাল বিভাগীয় অফিসের সহকারী পরিচালক এএফএম নাজমুস সালেহীন সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে সাগরে ৬৫ দিনের আহরণ নিষেধজ্ঞার ওপর কারিগড়ি বিভিন্ন দিক তুলে ধরেন।

সেমিনারে দেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদ ও তার সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে ৬৫ দিনের মৎস্য আহরন নিষেধাজ্ঞার সুফল সম্পর্কেও আলোচনা করা হয়।
সেমিনারে বরিশাল ও পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তাগণ ছাড়াও গণমাধ্যম কর্মী, নৌ-পুলিশ, র‌্যাব ও কোষ্ট গার্ডসহ মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন